টেকনাফে তিন লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে তিন লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ বিপুল ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানাতে পারে নাফ নদীর জিন্নাহখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং সাবরাং বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধী টহলদল দুইভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয়।

আনুমানিক সাড়ে ১০ টার দিকে বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে জিন্নাহখাল এলাকায় পৌঁছে নৌকা থেকে বস্তা নামাতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি বুঝে তারা দ্রুত নৌকা নিয়ে সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল উল্লেখিত স্থানে গিয়ে অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে।

যার মধ্যে তিন লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তবে কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীদের আটক করতে পারেনি বিজিবি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক