হুথি নেতার হুঁশিয়ারি, বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে হবে

হুথি নেতার হুঁশিয়ারি, বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে হবে

অনলাইন ডেস্ক

সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি বৃহস্পতিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর একদিন আগে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, তিন বার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডায়মন্ড লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হয়।  

লন্ডনের পক্ষ থেকে ডায়মন্ডকে প্রত্যাহার করে নেওয়ার কোনো কারণ ঘোষণা করা হয়নি; তবে শুধু বলা হয়েছে, এটিকে সাময়িকভাবে প্রত্যাহার করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বলেছে, এইচএমএস ডায়মন্ডকে নতুন করে ‘সশস্ত্র’ করার পর এটিকে আবার লোহিত সাগরে ফেরত পাঠানো হবে।

ইয়েমেনের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দৃশ্যত দেখা যায়, লোহিত সাগরে থাকা অবস্থায় ওই যুদ্ধজাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে; তবে ঠিক কবে এ ঘটনা ঘটেছে তা বলা হয়নি।

মোহাম্মাদ আলী আল-হুথি আরো বলেন, ঠিক যেভাবে ব্রিটিশ যুদ্ধজাহাজকে মেরামতের উদ্দেশ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ঠিক একইভাবে বাকি যুদ্ধজাহাজগুলিও এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, সব বিদেশি রণতরীকে লোহিত সাগর ত্যাগ ও ইয়েমেনের ওপর হামলা বন্ধ করতে বাধ্য করা হবে।

আরও পড়ুন: ইমরান খানপন্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন নওয়াজ শরিফ

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক