শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে রেকর্ড নিশাঙ্কার

ডাবল সেঞ্চুরির পর আকাশের দিকে তাকিয়ে যেন অনন্য রেকর্ডের জন্য সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাচ্ছিলেন নিশাঙ্কা

শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে রেকর্ড নিশাঙ্কার

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কা-আফগানিস্তান তৃতীয় ওয়ানডেতে এক অনন্য কীর্তি গড়েছেন পাতুম নিশাঙ্কা। সাবেক ক্রিকেটার সনাৎ জয়সুরিয়ার ১৮৯ রানের রেকর্ড ভেঙ্গে প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসাবে দ্বিশতকের রেকর্ড গড়েন এই ডানহাতি ব্যাটার।

এই সময় জয়সুরিয়া মাঠেই উপস্থিত ছিলেন। উত্তরসূরির এমন রেকর্ড ইনিংস দেখে হাততালি দিয়ে সাধুবাদ জানান তিনি।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ৪১৫ রান!

শুক্রবার (৯ জানুয়ারি) তিনম্যাচ ওয়ানডের প্রথম ম্যাচে পাল্লেকেল্লের দর্শক সাক্ষী হলো এমনই এক রেকর্ডের। বিশ্বের দশম এবং শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন নিশাঙ্কা। নিশাঙ্কার ১৩৯ বলে ২১০ রানে থামে নিশাঙ্কার এই বিধ্বংসী ইনিংসটি। ২০টি চার ও ৮ টি ছয়ে নিশাঙ্কা করেন এই অনন্য রেকর্ড।

ক্রিজে নিশাঙ্কার সাথে আভিস্ক ফার্নান্ডো ৮৮ বলে ৮৮ রান করে নিশাঙ্কার ইনিংসটি লম্বা করতে এবং শ্রীলঙ্কাকে বড়ো লক্ষ্য এনে দিতে ভূমিকা রাখে।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া আফগানিস্তান। মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৮১ রানের বিশাল সংগ্রহ তোলে লঙ্কানরা। জবাবে শেষ খবর পর্যন্ত ব্যাটিংয়ে নেমে  উইকেট  হারিয়ে  রান করেছে আফগানিস্তান।   

news24bd.tv/SC