বাজুস ফেয়ারের শেষ দিন আজ 

বাজুস ফেয়ারের শেষ দিনের একটি সেমিনারে বক্তারা

বাজুস ফেয়ারের শেষ দিন আজ 

অনলাইন ডেস্ক

দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আয়োজনে চলছে বাজুস মেলা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। শনিবার তৃতীয় ও শেষ দিনের মেলা চলছে।  

দেশের অলংকার শিল্পকে এগিয়ে নিতে তৃতীয়বারের মতো ‘বাজুস ফেয়ার-২০২৪’ এ দেশের তারকা ও বিশিষ্টজনরা উপস্থিত হয়ে দেশের স্বর্ণশিল্পকে এগিয়ে নিতে তাদের মতামত ব্যক্ত করেন।


 
শেষ দিন সকাল ১০টায় এ মেলায় উপস্থিত হন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার হাইকমিশনার পার্ক ইয়ং সিক।  

এ ছাড়া তিনটি সেশনে সেমিনার ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে সভপতিত্ব করবেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।  

বেলা ৩টায় ‘স্বর্ণ নীতিমালা বাস্তবায়ন ও অলংকার রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও  বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, জার্মানির বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপনায় রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ. মনসুর ও বিআইআইএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির।  

সন্ধ্যা ৬টায় রয়েছে ‘অলংকারের মান নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক সেমিনার।

এতে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।  

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাজুসের সহ-সভাপতি সমিত ঘোষ অপু এবং ডায়মন্ড বিশেষজ্ঞ তানভির আল মাহমুদ খান।  

রাত ৮টায় তিন দিনব্যাপী চলমান মেলার সমাপনী আয়োজন রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

news24bd.tv/আইএএম