ক্ষমতা ভোগবিলাসের জন্য নয়, মানুষের পাশে থাকতে হবে: প্রধানমন্ত্রী  

সংগৃহীত ছবি

ক্ষমতা ভোগবিলাসের জন্য নয়, মানুষের পাশে থাকতে হবে: প্রধানমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক

জনপ্রতিনিধিদের জনগণের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ক্ষমতা নিজের ভোগবিলাস আর ভাগ্য গড়ার জন্য নয়। মানুষের পাশে থাকতে হবে। তাদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

বন্ধ করতে হবে অনিয়ম দুর্নীতি আর সন্ত্রাস জঙ্গিবাদ। ’

শনিবার (১০ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় যোগ দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ, জেলা, মহানগর ও উপজেলার নেতারা, সংসদ সদস্য এবং জনপ্রতিনিধিরা।

উন্মুক্ত নির্বাচন না হলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেশের গণতন্ত্র হরণ করা হতো বলে জানান আওয়ামী লীগ সভাপতি।

তাই দোষারোপের রাজনীতি বন্ধ করে তৃণমূল পর্যায়ে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিলেন তিনি।  

স্থানীয় পর্যায়ে মজুদদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকার মানুষের সেবক, এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফের টের পেয়েছে সবাই।

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশে গণতন্ত্রের কবর রচনা হয়েছে। কোনো জেনারেলের পকেট থেকে নয়, এ দেশের মাটি মানুষ থেকে গড়ে ওঠা একমাত্র রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। সরকার মানুষের সেবক- এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষ টের পেয়েছে।

দেশে যেন নির্বাচন না হয় সে চেষ্টা ছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, এখনো অনেকে লম্পঝম্প দিচ্ছে, তাতে লাভ নেই।  

দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনের মতোই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি।

news24bd.tv/আইএএম