১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসব 

বার্লিন চলচ্চিত্র উৎসব--ফাইল ছবি।

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসব 

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসব। এটি ৭৪তম আসর। এবারের উৎসবের ভেন্যু প্লাটজ, বার্লিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিনেমার কলাকুশলীরা ভিড় জমাবেন এখানে।

 
আসরের অন্যতম চমক লুপিতা নিয়োঙ্গে। বার্লিনের ইতিহাসে জুরি ফেস্টে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী।
এবারের উৎসবের পর্দা নামবে, আয়ারল্যান্ড ও বেলজিয়ামের যৌথ প্রযোজনার ছবি small things like these এর মধ্য দিয়ে। সূত্র, স্টারডাস্ট।

গোল্ডেন বিয়ার ও সিলভার বিয়ার জেতার লড়াইয়ে থাকছে ৩০ টি চলচ্চিত্র। এবারের উৎসবে মার্কিন প্রযোজক ও পরিচালক মার্টিন স্করসেসি পাচ্ছেন আজীবন সম্মাননা। দেখানো হবে তার থ্রিলার সিনেমা ‘দ্যা ডিপার্টেড’।
সিনেমার উৎসবে থাকছেন ফুটবল উন্মাদনাও। ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার আঁচ থাকছে উৎসবে।
এবারের আসরে বলিউডের প্রাধান্য না থাকলেও উৎসবের ফোরাম বিভাগে সাতটি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে।
তবে এবার বাংলাদেশের কোন অংশগ্রহণ নেই।

news24bd.tv/ডিডি
 

সম্পর্কিত খবর