আর ফোনই ব্যবহার করবেন না ইলন মাস্ক, কিন্তু কেন!

ইলন মাস্ক-ফাইল ছবি।

আর ফোনই ব্যবহার করবেন না ইলন মাস্ক, কিন্তু কেন!

অনলাইন ডেস্ক

ইলন মাস্ক গত বছরই টুইটারের মালিকানা গ্রহণ করেন। তারপর একাধিক পরিবর্তন এনেছেন ওই সংস্থায়। নাম পাল্টিয়ে রেখেছেন এক্স। টাকা দিয়ে প্রিমিয়াম অ্যাকাউন্ট বানানোর ধারনাও এনেছেন তিনি।

নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণে তিনি পটু। তাই এবার নতুন সিদ্ধান্তের কথা জানালেন। সেটি হলো আর ফোনই ব্যবহার করবেন না। কিন্তু ফোন ব্যবহার না করলে তার সাথে যোগাযোগ থাকবে কিভাবে বা তিনিই বা যোগাযোগ রাখবেন কীভাবে ?

তিনি শনিবার ( ১০ ফেব্রুয়ারি) টেকডটনেটকে জানান,  ফোন নম্বর বন্ধ করে দেবেন তিনি।

ফোনই আর ব্যবহার করবেন না। কার্যত যখন গোটা দুনিয়াটাই মুঠো ফোনে আবদ্ধ। তাই এখান থেকে সবার দৃষ্টি সরাতে চান।  
মাস্ক জানান, ফোন নম্বর ব্যবহার না করে এক্স মাধ্যম ব্যবহার করবেন তিনি। এক্স-এর মাধ্যমেই ফোন কল, ভিডিও করবেন। এক্স মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে অডিয়ো ও ভিডিও  কলের ফিচার আনে এক্স। এই মাধ্যমে যাতে সব ফিচার পাওয়া যায়, সেটাই মাস্কের উদ্দেশ্য। মনে করা হচ্ছে, ফোন নম্বর বন্ধ করার এই ঘোষণা করে সেই ফিচারগুলিকেই প্রোমোট করার চেষ্টা করেছেন ইলন মাস্ক।

তবে হোয়াটসঅ্যাপ, অ্যাপল বা ফেস টাইমের মতো এক্স-এর অডিও কল এনক্রিপটেড নয়। আরও জানা যায় যায় যে এক্স-এ অ্যাকাউন্ট থাকলেই অডিও বা ভিডিও কল রিসিভ করা যায়, কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট হলে তবেই কল করা যায়।

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক