সুন্দরবনে বাঘের সংখ্যা জানা যাবে জুনে

সংগৃহীত ছবি

সুন্দরবনে বাঘের সংখ্যা জানা যাবে জুনে

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনে বর্তমানে কতগুলো বাঘ আছে এ তথ্য আগামী জুনে প্রকাশ করা হবে বলে জানালেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক আরবীয় চিতাবাঘ দিবস উদযাপন উপলক্ষে সৌদি সরকারের ক্যাটমস্ফিয়ার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন। গত বছরের ৫ নভেম্বর সুন্দরবন পূর্ব বন বিভাগের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে এ জরিপ কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, সুন্দরবনের চাঁদপাই এবং শরণখোলা রেঞ্জে ৩০০টি স্টেশনে দুইটি করে মোট ৬০০ ক্যামেরা ট্র্যাপিং বসিয়ে বাঘের তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে।

পরে তা বিশ্লেষণ শেষে জুনে প্রকাশ করা হবে।

‘বাঘ সংরক্ষণ প্রকল্প’র আওতায় বাঘ গণনার কাজে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বাকি দুইটি রেঞ্জ বাগেরহাটের পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে ইতোমধ্যে জরিপ কাজ শুরু হয়েছে। জরিপ শেষে যানা যাবে সুন্দরবনে প্রকৃত বাঘের সংখ্যা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক