টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার রাজা কাতার

টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার রাজা কাতার

টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার রাজা কাতার

অনলাইন ডেস্ক

প্রথমবার ফাইনালে উঠে ইতিহাস তৈরির আশায় ছিল জর্ডান। অন্যদিকে, ঘরের মাঠে মেজর ট্রফি জয়ের জন্য উজ্জীবিত ছিল কাতার। আফিফের দুর্দান্ত নৈপুণ্যে শেষ হাসি স্বাগতিকদের। লুসাইল স্টেডিয়ামে শনিবার (১০ ফেব্রুয়ারি) এশিয়ান কাপের ফাইনালে তিনটি পেনাল্টি পেয়ে সবগুলো গোলে রূপান্তরিত করেছে স্বাগতিকরা।

৩-১ গোলে জর্ডানকে হারিয়ে আবারও এশিয়ার রাজা হলো কাতার।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে কাতার। একের পর এক আক্রমণের ধারাতেই ২১ মিনিটে জর্ডান ডিফেন্ডার আবদুল্লাহ নাসিবের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন আফিফ। ঠাণ্ডা মাথায় দারুণ ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি।

৬৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় জর্ডান। দলটির পক্ষে গোল করেন ইয়াজান আল নাইমত।  

নিজেদের সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জর্ডান। ৭৫ মিনিটে আবারও গোল হজম করে তারা। আফিফ আবারও পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন কাতারকে। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে তৃতীয়বার বল জালে জড়িয়ে তিনি উৎসবে ভাসান স্বাগতিকদের। দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব ও জাপানের পর পঞ্চম দল হিসেবে টানা দুই আসরে এশিয়ান কাপ জিতল কাতার।

উল্লেখ্য, এশিয়ান কাপের এই আসরটি শুরুতে চীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০২২ সালের অক্টোবরে ভেন্যু পাল্টে কাতারকে স্বাগতিক দেশ ঘোষণা করা হয়। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে আসরটি মাঠে গড়ানোর সূচি থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে তা এই বছর আয়োজিত হলো।

news24bd.tv/aa