ইজতেমায় বিশ্বের ৬১ দেশের ৭৮৪৮ বিদেশি মেহমান

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আজ শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ছবি: নিউজ২৪

ইজতেমায় বিশ্বের ৬১ দেশের ৭৮৪৮ বিদেশি মেহমান

অনলাইন ডেস্ক

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরী মোনাজাতে শরীক হতে ৬১ দেশের ৭৮৪৮ জন বিদেশি মেহমান ময়দানে এসে পৌছেছেন।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এই তথ্য জানান।

প্রাপ্ত তথ্য বলছে, এখন পর্যন্ত ৭৮৪৮ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে পৌছেছেন। এর মধ্যে ইংলিশ ২৪১৫, পশ্চিমবঙ্গ ২৪২৩, উর্দু ২২৫৫, আরব ৪৮৩ জন, বিদেশী শিক্ষার্থী ১৫০, এক্সপেট্রিয়েট( বিদেশে বসবাসের উদ্দেশ্য নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করা) ১২২।

দেশগুলো হল, ভারত, আফগানিস্তান, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, ব্রুনাই, কানাডা, চীন, ক্যামেরুন, কঙ্গো, মিশর, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইরান, ইসরাইল, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, জর্ডান, কাজাখিস্তান, কেনিয়া, কুয়েত, কিরগিজিস্তান, লেবানন, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মরক্কো, মিয়ানমার, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, রাশিয়া, সৌদি আরব, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, সুইজারল্যান্ড, সুদান, সুইডেন, তানজানিয়া, থাইল্যান্ড, উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ভিয়েতনাম ও ইয়েমেনসহ ৬১টি দেশ।

আরও পড়ুন: আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আজ শেষ হবে বিশ্ব ইজতেমা

ইজতেমার শেষদিনে আজ ফজরের পর বয়ান করবেন মুফতি মাকসুদ (ভারত), বাংলায় যার তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। সকাল ১০টার দিকে হেদায়েতের বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে আজ রোববার।

জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার (শুরায়ে নেজামের) আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এর মধ্যে দিয়েই শেষ হবে, ৫৭তম বিশ্ব ইজতেমা।

news24bd.tv/DHL