কক্সবাজারে জলদস্যুদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কক্সবাজারে জলদস্যুদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু সদস্য তারেক (৩০) নিহত হয়েছে। এই ঘটনায় একটি বিদেশি পিস্তল ও দুটি ওয়ান শুটারগান, ২৩ রাউন্ড গুলি এবং চার রাউন্ড খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব। আজ বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে পেকুয়ার মগনামা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তারেক কুতুবদিয়ার উত্তর ধুরংয়ের আবদুস শুকুরের পুত্র ও স্বরাষ্ট্রমন্ত্রণায়ের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু দিদারের নেতৃত্বাধীন দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানা গেছে।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সম্প্রতি জলদস্যুরা সাগর থেকে কয়েকটি মাছধরার বোট অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। মুক্তিপণ আদায় করতে তারেকসহ একদল জলদস্যু পেকুয়ার মগনামায় গেলে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়।

এসময় র‌্যাবের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তারেককে উদ্ধার করে র‌্যাব।

জলদস্যু তারেক দীর্ঘদিন ধরে সাগরে জলদস্যুতার সাথে জড়িত ছিল বলে জানা গেছে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর