পিকে হালদারকে এই মুহূর্তে ফেরানো সম্ভব না, কিন্তু কেন?

আলোচিত অর্থপাচারকারী পিকে হালদার- ফাইল ছবি।

পিকে হালদারকে এই মুহূর্তে ফেরানো সম্ভব না, কিন্তু কেন?

আলোচিত অর্থপাচারকারী পিকে হালদারকে ভারত থেকে এই মুহূর্তে চাইলেও ফেরানো সম্ভব না বলে জানিয়েছেন দুদকের সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

কিন্তু কেন ফেরানো সম্ভব না? এই প্রশ্নের জবাবে এই আইনজীবী জানান, তার বিরুদ্ধে ভারতের আদালতে বিচার চলমান থাকায় দুদক চাইলেও তাকে এই মুহূর্তে ফিরিয়ে আনতে পারছে না।

রোববার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিশেষ জজ আদালতে তার বিচার প্রায় শেষ পর্যায়ে। বিচার শেষ হলে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে দুদক সর্বোচ্চ চেষ্টা চালাবে।

এদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা পাচারের মামলায় চার বছরের সাজার বিরুদ্ধে পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধা ও তার বাবা হাইকোর্টে আপিল করেছেন। আপিলে তারা সাজা বাতিল চেয়েছেন।

news24bd.tv/FA