যৌন নিপীড়নকারীকে ক্ষমার পর পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট

নোভাক--ফাইল ছবি।

যৌন নিপীড়নকারীকে ক্ষমার পর পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

শিশু যৌন নিপীড়নকারীকে ক্ষমা প্রদর্শন করে জনরোষের মুখে পড়েন হাঙ্গেরির প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। বাধ্য হয়ে পদত্যাগ করলেন তিনি।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ৪৬ বছর বয়সি ক্যাটালিন নোভাক শনিবার একটি টিভি চ্যানেলে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২০২২ সাল থেকে তিনি প্রেসিডেন্ট পদে রয়েছেন।

ওয়ার্ল্ড ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে শুক্রবার কাতারে ছিলেন নোভাক। জনগণের আন্দোলনের মুখে তিনি দ্রুত বুদাপেস্টে আসেন। দেশ পৌঁছেই পদত্যাগের ঘোষণা দেন নোভাক।

সূত্র, বিবিসি।
গত শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভ হয়।

এ পরিস্থিতিতে সাবেক বিচারমন্ত্রী জুডিত ভার্গ ঘোষণা দেন, নোভাক আর তার পদে থাকছেন না।

নোভাকই প্রথম নারী, যিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট হয়েছিলেন। দেশটির প্রেসিডেন্ট পদটি মূলত আলংকারিক।
ভুল করার কথা স্বীকার করে ৪৬ বছর বয়সী নোভাক বলেন, ‘আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি। ’
একটি শিশুসদনের সাবেক উপপরিচালককে সাধারণ ক্ষমা করায় বিতর্কের সৃষ্টি হয়। ওই ব্যক্তি তার বসের শিশুদের ওপর চালানো যৌন নিপীড়নের বিষয়টি ধামাচাপা দিতে সহায়তা করেন।

গত বছরের এপ্রিলে পোপ ফ্রান্সিসের বুদাপেস্ট সফরের সময় ক্ষমা করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ পায় গত সপ্তাহে।  

News24bd.tv/ডিডি 

সম্পর্কিত খবর