সড়ক দুর্ঘটনার হিসাব রাখতে 'তথ্য ব্যাংক' তৈরির তাগিদ

সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনার হিসাব রাখতে 'তথ্য ব্যাংক' তৈরির তাগিদ

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রয়াসে একটি কার্যকর তথ্য ব্যাংক তৈরি জরুরী। এরফলে হতাহতের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা দেয়া সম্ভব।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সড়ক দুর্ঘটনায় ক্ষেত্রে তথ্য ব্যাংক শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

আরও পড়ুন : কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত

এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনার সার্বিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিয়ে কেউই কারো প্রতিপক্ষ নয়।

সড়ক নিরাপত্তার জন্য সব ধরনের তথ্য যেন সঠিক হয়, সেজন্য সকলকেই সম্মিলিত হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি নানা পর্যায় বিভিন্ন সূত্র থেকে সড়ক দুর্ঘটনার তথ্যগুলো সংগ্রহ করে থাকে। তাই এসব তথ্য নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।

আলোচনা সভায় সড়কে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা নিয়ে বিআরটিএ'র রিপোর্ট বিভ্রান্তিকর বলে মন্তব্য করে যাত্রী কল্যাণ সমিতি।

news24bd.tv/FA