পাকিস্তানের নির্বাচনে পূর্ণাঙ্গ ফল ঘোষণা

পাকিস্তানের নির্বাচনে পূর্ণাঙ্গ ফল ঘোষণা

অনলাইন ডেস্ক

পাকিস্তানে জাতীয় নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে আজ (১১ ফেব্রুয়ারি)। এদিন দুপুরের দিকে দেশটিতে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়।

২৬৪ আসনের ফলাফলে দেখা গেছে, সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের প্রায় সবাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থিত।

সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন তারা।

দেশটির নির্বাচন কমিশনের বরাতে রয়টার্স জানিয়েছে, এরপরই পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) ৭৬ আসন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য দল পেয়েছে ৩৭টি আসন।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের পরিকল্পনা করছেন বলে সাবেক এই প্রধানমন্ত্রীর একজন সিনিয়র সহকারী শনিবার জানিয়েছেন।

অন্যদিকে, পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনের জন্য পিটিআইকে আমন্ত্রণ জানাবেন বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান গহর আলী খান। কারণ, জাতীয় পরিষদ নির্বাচনে দলটি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যোগাযোগে গোলযোগের কারণে ভোট গণনায় দেরি হচ্ছে। ফলে আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোট গণনায় ধীরগতি দেখা গেছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক