পাকিস্তানে দ্রুত জোট সরকার গঠনের পক্ষে সেনাপ্রধান জেনারেল মুনির 

সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির--ফাইল ছবি

পাকিস্তানে দ্রুত জোট সরকার গঠনের পক্ষে সেনাপ্রধান জেনারেল মুনির 

অনলাইন ডেস্ক

শনিবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেন, ‘ পাকিস্তানের  রাজনীতিতে বৈচিত্র্যময়তা রয়েছে। রয়েছে বহুত্ববাদ । তাই যতো দ্রুত সম্ভব জোট সরকার গঠন করা দরকার।  ঐক্যবদ্ধ সরকারের মাধ্যমে জাতীয় স্বার্থ প্রতিফলিত হওয়া উচিত।


পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির ন্যাশনাল অ্যাসেম্বলির(জাতীয় পরিষদ) নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নি কোনও দল। প্রধান রাজনৈতিক দলগুলো এখন সরকার গঠনে বিভিন্ন দলের সমর্থন ও জোট গঠনে তৎপর। এমন পরিস্থিতিতে তিনি এ কথা বলেন। সূত্র, ডন ।

আইএসপিআরের মাধ্যমে দেওয়া বিবৃতিতে জেনারেল মুনির  বলেন, নির্বাচন ও গণতন্ত্র পাকিস্তানের জনগণের সেবা করার উপায়। ভোটাধিকার প্রয়োগে পাকিস্তানের জনগণের অবাধ ও বাধাহীন অংশগ্রহণ সংবিধানে বর্ণিত গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারকেই তুলে ধরে। জনগণ ভোট দিয়েছে। এটাই বড় কথা।
তিনি সফল নির্বাচন সম্পন্নের জন্য পাকিস্তানের জনগণকে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন (ইসিপি), রাজনৈতিক দল ও বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।

News24bd.tv/ডিডি