পশ্চিম আইভরি কোস্টে শুক্রবার (৬ ডিসেম্বর) ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। পরিবহন মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে। সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই দগ্ধ হয়ে প্রাণ হারান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির কিছু রাস্তার খারাপ অবস্থা, যানবাহনের অযোগ্যতা, এবং চালকদের ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা এসব দুর্ঘটনার জন্য বড় কারণ বলে মনে করা হয়। গত মাসে গাগনোয়া শহরের কাছে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হন। এর আগে গত সেপ্টেম্বরে আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি গাড়ি ও ট্যাংকারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন।...
আইভরি কোস্টে দুটি মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬
অনলাইন ডেস্ক
ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির
অনলাইন ডেস্ক
ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার (৬ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতকে অস্থিতিশীল করে তোলার চেষ্টায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ডিপ স্টেটের অন্যান্য শক্তিরা একযোগে কাজ করছে। এছাড়াও একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই তৎপরতায় জড়িত রয়েছেন বলে দলটি অভিযোগ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে নয়াদিল্লি ও ওয়াশিংটন নিজেদের মাঝে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। কিছু মতপার্থক্য ও ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে উভয়পক্ষ। এর মাঝেই যুক্তরাষ্ট্রের...
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
অনলাইন ডেস্ক
ইসরায়েলকে লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি। স্থানীয় সময় শনিবার (৭ ডিসেম্বর) সকালে ওই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমানবাহিনী এটি ধ্বংস করেছে। সংবাদমাধ্যম আনাদলু এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নীতি অনুসারে ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি। এই ঘটনায় আর কোনো তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী। ক্ষেপণাস্ত্রের ধরণ, এটি কতদূর পর্যন্ত আসতে সক্ষম হয়েছে বা এটি কোন এলাকায় ধ্বংস করা হয়েছে এসব বিষয়ে কিছুই জানানো হয়নি। এছাড়া এতে কেউ হতাহত হয়েছে কি না সেটাও নিশ্চিত নয়। উল্লেখ্য,২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গোষ্ঠি হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে...
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের পথে
অনলাইন ডেস্ক
আপিল হারানোর পর এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে চলেছে টিকটক। টিকটক নিষিদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে পথে নামে সচেতন জনগণ। এরই প্রেক্ষিতে ২০২৫ সাল থেকে যাতে এটি না চলতে পারে সেজন্য টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের একটি আইন করা হয়। সেই আইন বাতিল করতে টিকটক বিড করলে তা প্রত্যাখ্যান করে ফেডারেল আদালত। সোশ্যাল মিডিয়া কোম্পানিটি আশা করেছিল যে একটি ফেডারেল আপিল আদালত তার যুক্তির সাথে একমত হবে যে, আইনটি অসাংবিধানিক কারণ এটি তার ১শ ৭০ মিলিয়ন মার্কিন ব্যবহারকারীদের বাক স্বাধীনতার উপর একটি বিস্ময়কর প্রভাব উপস্থাপন করে। কিন্তু আদালত আইনটিকে বহাল রেখেছে, যা তারা বলছে কংগ্রেস এবং পরবর্তী রাষ্ট্রপতিদের ব্যাপক দ্বিদলীয় পদক্ষেপের চূড়ান্ত পরিণতি। টিকটক বলছে যে, তারা এখন দেশের সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ মার্কিন সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে লড়াই করবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর