বছরে তিন মাস ছুটি পাবেন না কাউন্সিলররা : মন্ত্রিপরিষদ সচিব

ফাইল ছবি

বছরে তিন মাস ছুটি পাবেন না কাউন্সিলররা : মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

সিটি করপোরেশনের কাউন্সিলরদের ছুটি কমিয়েছে সরকার। আগে কাউন্সিলররা বছরে তিনমাস ছুটি পেতো। তবে এখন থেকে তারা একমাস ছুটি পাবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মো মাহবুব হোসেন।

তিনি জানান, আগে সিটি করপোরেশন নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার পেছনের ১৮০ দিনের মধ্যে নির্বাচন হতো। এখন হবে আগের ৯০ দিনের মধ্যে।

তিনি জানান, নির্বাচন হওয়ার পর শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে কার্যদিবসের প্রথম বৈঠক করতে হবে। তখন আগের নির্বাচিতরা বিলুপ্ত হবে।

সচিব আরও জানান, প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার যে বিধান ছিল সেটার কোনো পরিবর্তন হয়নি। সেই আইন একই আছে।

মন্ত্রিপরিযদ সচিব জানান, গ্রাম আদালত সংশোধন আইন ২০২৪ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগের আইনে গ্রাম আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা করতে পারতো। এখন ৩ লাখ টাকা জরিমানা করতে পারবে।

তিনি জানান, স্থানীয় সরকার সংশোধন আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। দুই পক্ষের চার জনের উপস্থিতিতে সভাপতি সিদ্ধান্ত নিতে পারবেন এখন। আগে এটা পরিষ্কার ছিলো না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শহরের সকল ড্রেনেজ ব্যবস্থাপনা আগে সিটি করপোরেশন দেখতো। এখন দেখবে স্থানীয় সরকার। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় সরকারের।

মন্ত্রিপরিষদ সচিব জানান, টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা আর নরসিংদীর অমৃতসাগর কলাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, নিজেদের দেশের যেসব পণ্য জিআই পণ্য হিসেবে ঘোষণা হতে পারে  সেগুলো খুঁজে বের করতে শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

news24bd.tv/FA