ভূমি কর ১৫ শতাংশ থেকে ৪ শতাংশ করার প্রস্তাব

ভূমির মালিকের জন্য উৎসে কর ১৫ শতাংশের পরিবর্তে ৪ শতাংশে কমিয়ে আনার দাবি জানিয়েছে রিহ্যাব।

ভূমি কর ১৫ শতাংশ থেকে ৪ শতাংশ করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

ভূমির মালিকের জন্য উৎসে কর ১৫ শতাংশের পরিবর্তে ৪ শতাংশে কমিয়ে আনার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।  রোববার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজস্ব ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির পক্ষ থেকে এনবিআরের কাছে এ দাবি জানানো হয়।

রিহ্যাব প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস বলেন, জমির উচ্চমূল্য ও নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ডেভেলপারদের মুনাফা হ্রাস পেয়েছে। ফলে উল্লেখযোগ্য বিনিয়োগ না হওয়ায় সংকটের দিকে যাচ্ছে এ খাত।

এ অবস্থায় গৃহায়ণ শিল্পের উদ্যোক্তাদের আয়কর কমানো জরুরি বলে আমি মনে করি।

আরও পড়ুন: শিশুকে ঘরে আটকে রেখে কাজে বাবা-মা, আগুনে পুড়ে মৃত্যু

এ সময় ফ্ল্যাট ও প্লট রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে কর কমিয়ে সর্বমোট ৭ শতাংশ করার দাবিও জানায় রিহ্যাব। পাশাপাশি, উৎসে কর কমানোর দাবি জানায় স্টিল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন।

সংস্থাগুলোর এসব দাবি বিবেচনার কথা জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

news24bd.tv/ab