কৃতি-শাহিদের সিনেমা ছাড়ালো ১৫ কোটি

প্রথমবারের মতো একত্রে সিলভার স্ক্রিন শেয়ার করছেন শাহেদ কাপুর এবং কৃতি শ্যানন

কৃতি-শাহিদের সিনেমা ছাড়ালো ১৫ কোটি

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো একত্রে সিলভার স্ক্রিন শেয়ার করছেন শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন। এই জুটিকে বড়ো পর্দায় দেখতে প্রবল উৎসাহ ছিলো সিনেমাপ্রেমীদের। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুক্তিপ্রাপ্ত 'তেরি বাতো মে আইসা উলঝা জিয়া' সিনেমাটি ইতোমধ্যে ১৫ কোটি রূপির বেশি ব্যবসা করে ফেলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মুক্তির প্রথম দিন সাড়ে ছয় কোটি রূপির কিছু বেশি ব্যবসা করেছিলো সিনেমাটি।

যা পরবর্তী দুইদিনে বেড়ে রোববার (১১ ফেব্রুয়ারি) ১৬ কোটি রূপির কিছু বেশিতে গিয়ে ঠেকেছে।

আরও পড়ুন: মিমি চক্রবর্তীর জন্মদিন আজ, বিশেষ দিনটি কীভাবে কাটছে 

উল্লেখ্য, এই সিনেমাটি গল্প মূলত একধরনের অনন্য প্রেমের কাহিনী নিয়ে তৈরি। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে একধরনের কৃত্রিম অনুভূতি তৈরি করা নারী রোবট তৈরি করছেন শাহিদ কাপুরকে। সিনেমাতে তাকে একজন বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে।

নারী রোবটের চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যানন। মানুষ এবং রোবটের মধ্যে সম্পর্কের ক্যামিও নিয়ে ভারতে এর আগেও কয়েকটি সিনেমা নির্মিত হয়েছিলো।

অমিত যোশী এবং আরাধনা শাহ প্রযোজিত এই সিনেমাটি ইতোমধ্যে আইএমডিবিতে ৮ দশমিক ৩ রেটিং তুলেছে। এখন পর্যন্ত বক্স অফিসের চিত্র পর্যালোচনা করে অনুমান করা হচ্ছে যে সিনেমাটি ব্যবসাসফল হবে।   

 news24bd.tv/SC