বিপিএল মাতাতে আসছেন বিশ্বকাপজয়ী হেলস

ইংলিশ মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলস - সংগৃহীত

বিপিএল মাতাতে আসছেন বিশ্বকাপজয়ী হেলস

অনলাইন ডেস্ক

দুর্ভাগ্যবসত ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়া হয়নি অ্যালেক্স হেলস। তবে ২০২২ সালে সেই খেদ মিটিয়েছেন তিনি। ইংলিশদের টি২০ বিশ্বকাপ জয়ে বড় অবদানও ছিল তার। সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারানোর পথে খেলেন বিস্ফোরক এক ইনিংস।

সেই হেলসকে এবার নিজেদের ডেরায় ভেড়ালো বিপিএলের দল খুলনা টাইগার্স।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে হেলসকে দলে নেওয়ার কথা জানিয়েছে খুলনা টাইগার্স। বিপিএলের চট্টগ্রাম পর্বেই দেখা যেতে পারে তাকে।

চলতি বিপিএলের খুলনার শুরুটা ছিল দারুণ।

টানা জয়ে সিলেট পর্বের মাঝামাঝি পর্যন্ত তারাই ছিল সবার ওপরে। কিন্তু এরপরেই দলে আচমকা ছন্দপতন। হ্যাটট্রিক হারের পর এখন তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচে। এমন অবস্থায় দলের শক্তি বাড়াতে যোগ দিচ্ছেন অ্যালেক্স হেলস।

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি মনোযোগ হেলসের। বিভিন্ন পর্যায়ে ৪৩৭ টি২০ ম্যাচে ১২ হাজারের বেশি রান যোগ করেছেন নিজের নামের পাশে। ৭৭ অর্ধশতকের সঙ্গে আছে ৬টি শতক। গড় ৩০ আর স্ট্রাইকরেট ১৪৬.৬০। খুলনায় এসে নিজেকে কতটা মেলে ধরতে পারেন ৩৫ বছরের এই তারকা সেটাই এখন দেখার বিষয়।

news24bd.tv/SHS