অর্থনীতিতে সংকট কাটছে, রিজার্ভ বাড়ছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি: সংগৃহীত

অর্থনীতিতে সংকট কাটছে, রিজার্ভ বাড়ছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই, অর্থনীতিতে কিছু সংকট ছিল, তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে দেশ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) স‌চিবাল‌য়ে আন্তর্জাতিক কৃ‌ষি উন্নয়ন তহ‌বিলের (ইফাদ) কা‌ন্ট্রি ডিরেক্টর আর্নউড হ্যা‌মিলার্সের সঙ্গে সাক্ষাত শেষে সাংবা‌দিকদের এ মন্তব্য করেন।

আরও পড়ুন: সম্ভাব্য জিআই পণ্যগুলো খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের রিজার্ভ বাড়ছে। অনেক ভালো করছে বাংলাদেশ।

আমরা একটা দুইটা দাতা সংস্থার উপর নির্ভর করছি না।  

তিনি আরও বলেন, অর্থনৈ‌তিক সংকট থাকলেও সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমাদের অবস্থার উন্ন‌তি হচ্ছে এবং আমরা স‌ঠিক প‌থেই আছি। নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরে রাতারা‌তি সমস্যার সমাধান হয়ে যাবে তা না।

এজন্য কিছুটা সময় লাগ‌বে।

news24bd.tv/DHL