নিখোঁজের ১৭ দিন পর প্রবাসীর মরদেহ মিলল মাটির নিচে

কালিহাতীর পারখী এলাকার বিলে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে

নিখোঁজের ১৭ দিন পর প্রবাসীর মরদেহ মিলল মাটির নিচে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী এলাকার বিলে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মকবুল হোসেন নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ১৭ দিন পর সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ মরদেহ উদ্ধার করা হলো।

নিহত মকবুল হোসেন ওই এলাকার কিসলু মিয়ার ছেলে।

কালিহাতী থানার পরিদর্শক(ওসি-তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, প্রবাসী মকবুল আড়াই মাস আগে দেশে আসেন।

দেশে আসার পর মকবুলকে তার নিজ বাড়িতে থাকতে না দেওয়ায় শ্বশুরবাড়ি সখীপুরে বসবাস শুরু করেন। গত ২৬ জানুয়ারি মকবুল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজে না পেয়ে তার শ্বশুরবাড়ি থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার দুপুরে স্থানীয় লোকজন পারখী এলাকার একটি বিলে পুঁতে রাখা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করার পর স্বজনরা মকবুল হোসেনকে শনাক্ত করে। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: হাইকোর্টে হারলেন ড. ইউনূস, দিতে হবে ৫০ কোটি টাকা

news24bd.tv/তৌহিদ