জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক লিপু

জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক লিপু

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের পদ থেকে মিনহাজুল আবেদিন নান্নুকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। এর মধ্যদিয়ে মিনহাজুল আবেদিন নান্নু অধ্যায়ের অবসান ঘটল। তিনি দীর্ঘ ৮ বছর এ পদে ছিলেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।

নান্নু ছাড়াও বিদায় দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকেও। তার স্থলাভিষিক্ত হয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। তবে নতুন প্যানেলে ঠাঁই হয়েছে আব্দুর রাজ্জাকের।

সূত্র জানায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বরেই জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ শেষ হয়।

তবে এরপরে নতুন কমিটি ঘোষণা না করায় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি।

এর আগেও মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি করার ঘটনা আছে। তাই নান্নু অধ্যায়ের পরিসমাপ্তি হয়ে যাবে, সেটা বলা যাচ্ছিল না।

কিন্তু শেষ পর্যন্ত তেমনটাই হলো। প্রধান নির্বাচক হিসেবে নান্নুর সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।

আরও পড়ুন: হাইকোর্টে হারলেন ড. ইউনূস, দিতে হবে ৫০ কোটি টাকা

news24bd.tv/তৌহিদ