এবার কূটনীতির মাধ্যমে যুদ্ধ থামাতে চান পুতিন! 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার নিচ্ছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন

এবার কূটনীতির মাধ্যমে যুদ্ধ থামাতে চান পুতিন! 

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক তৎপরতা বাড়াতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেননা এই যুদ্ধ বেশি দিন স্থায়ী হলে তাঁর আপস করার সম্ভাবনা কমে আসবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে মার্কিন সাংবাদিক টাকার কার্লসন এ কথা বলেন। গত সপ্তাহে মস্কোতে পুতিনের সাক্ষাৎকার নেন কর্লসন।

যে সাক্ষাৎকারের ভিডিওটি কয়েক লাখ বার দেখা হয়েছে।

অনুষ্ঠানে কর্লসন মডারেটরদের প্রশ্নর উত্তরে বলেন, ‘পুতিন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। কেননা এটি যতই দিন গড়াবে ততই তার আলোচনার দরজা বন্ধ হবে। ’

মার্কিন সাংবাদিক বলেন, ‘পশ্চিমাদের মনে রাখাতে হবে, রাশিয়ার শিল্প ক্ষমতা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি।

তাদের আরও মনে রাখা দরকার, ইউক্রেনকে ন্যাটোভুক্ত দেশগুলো যে অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে, তা মস্কোর তৈরি অস্ত্র-সরঞ্জামের কাছে কিছুই না। ’  

তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে যোগ্য লোক রয়েছে। কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিতে ঘাটতি আছে। তারা আন্তর্জাতিক সম্পর্ককে খুব সংকীর্ণ দৃষ্টিতে দেখছে। এখন প্রতিটি বিদেশি নেতাই  অ্যাডলফ হিটলার এবং প্রতিদিন মিউনিখ ১৯৩৮। কী সম্ভব বা কী অর্জন করা যেতে পারে—  সে বিষয়ে পশ্চিমা সরকারগুলোর বাস্তব জ্ঞানের অভাব রয়েছে। ’ 

মার্কিন এই সাংবাদিক বলেন, ‘আমেরিকা ব্যতীত বর্তমান যেকোনো দেশের নেতা একক মেরুকরণের এই সময়ে অনেক কিছুর সঙ্গে আপস করতে বাধ্য হন। এটাই কূটনীতি। পুতিন অন্য সবার মতো অনুশীলন করেন। তবে তার অবস্থান কঠোর হচ্ছে। ’ 

পুতিনের সঙ্গে কার্লসনের দুই ঘণ্টার সাক্ষাৎকারের পরে ক্রেমলিন বলেছে, রাশিয়া যুক্তরাষ্ট্রকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। যদিও ওয়াশিংটনকে এই সাক্ষাৎকারের আলোচনায় আগ্রহী মনে হয়নি।

এর আগে শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তাস নিউজ এজেন্সিকে বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ আমাদের অবস্থান খুব ভালোভাবে জানে। তারা পুতিনের মূল বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি অবগত। যাই হোক, স্পষ্টতই আলোচনার জন্য আমেরিকান নেতৃত্বের  ইচ্ছার অভাব রয়েছে। ’ তিনি বলেন, ‘এটা কোনো জ্ঞানের  বিষয় নয়, কিছু করার ইচ্ছা; কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা এ ধরনের ইচ্ছা লক্ষ করিনি। ’

news24bd.tv/আইএএম