ভালোবাসা দিবসে আবহাওয়া থাকবে যেমন

প্রতীকী ছবি

ভালোবাসা দিবসে আবহাওয়া থাকবে যেমন

অনলাইন ডেস্ক

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে (১৪ ফেব্রুয়ারি) বাইরে যাওয়ার প্ল্যান নিয়ে যারা আছেন তাদের জন্য আবহাওয়া কেমন থাকবে দেখে নেয়া জরুরি। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রংপুর ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

news24bd.tv/FA