পাকিস্তানের নির্বাচনে অনিয়মের তদন্ত চায় আমেরিকা

পাকিস্তানকে সদ্য সমাপ্ত নির্বাচনে সংঘটিত অনিয়মের ঘটনাগুলো আইনী প্রক্রিয়ায় তদন্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের নির্বাচনে অনিয়মের তদন্ত চায় আমেরিকা

অনলাইন ডেস্ক

পাকিস্তানকে সদ্য সমাপ্ত নির্বাচনে সংঘটিত অনিয়মের ঘটনাগুলো আইনী প্রক্রিয়ায় তদন্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রেস ব্রিফিংয়ে এই দাবী জানান। খবর ডনের।

এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমি জানি না কোন প্রক্রিয়ায় পাকিস্তান সরকার তদন্ত চালাবে।

তবে আমি মনে করি তদন্ত আইনী প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।

মার্কিন যুক্তরাষ্ট্র বিকল্প খুঁজছে এবং কয়েকজন মার্কিন আইনপ্রণেতা তদন্ত সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত জো বাইডেনকে পাকিস্তানের নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি না দিতে অনুরোধ জানিয়েছেন বলে এ সময় মিলার উল্লেখ করেন।

আরও পড়ুন: ইমরান খানের দলের সাবেক এমপিকে গুলি করে হত্যা

নির্বাচনে ভোট দেয়ার জন্য এবং নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য পাকিস্তানি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন মিলার।

ভোট কারচুপির বিষয়ে মার্কিন অবস্থান বিষয়ক এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা খোলাখুলি এবং ব্যক্তিগতভাবে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।

পাকিস্তান সরকারের উচিত জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানো। নির্বাচন পরবর্তী সময়ে আমরা পাকিস্তানের আইনের শাসন, স্বাধীন গণমাধ্যম এবং সংবিধানের প্রতি মর্যাদা দেখতে চাই।

নির্বাচন চলাকালীন মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার ফলে নির্বাচনে বিরুপ প্রভাব পড়েছে বলে মনে করেন মিলার। পাশাপাশি, নির্বাচনের আগে ও পরে সংঘটিত সহিংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

news24bd.tv/ab