ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বিচারের দাবিতে মানববন্ধন

নিহত গৃহকর্মী প্রীতি উরাং।

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপু‌রে দ্য ডেই‌লি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসা থে‌কে গৃহকর্মী প্রী‌তি উড়াংয়ের মর‌দেহ উদ্ধা‌রের ঘটনায় দো‌ষীদের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে প্রী‌তির প‌রিবার, এলাকাবাসী ও বি‌ভিন্ন সংগঠন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে মানববন্ধ‌নে বক্তারা সুষ্ঠু তদন্ত ও বিচা‌রের দা‌বি জানান। একই স‌ঙ্গে ডেইলি স্টার প‌ত্রিকার নীরব ভূ‌মিকার সমা‌লোচনাও ক‌রেন তারা।

আরও পড়ুন: জাপানি মায়ের কাছে দুই মেয়ে বাঙালি বাবার কাছে থাকবে এক মেয়ে

এর আগে একী দফা দা‌বি‌তে মানববন্ধন ক‌রে গৃহশ্রমিক অ‌ধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক না‌মে এক‌টি সংগঠন।

তারাও এ ঘটনা বিচা‌রের দা‌বি জানান।

প‌রে এ ঘটনার বিচার চে‌য়ে এক‌টি স্বারকলিপি দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ে।

news24bd.tv/ab