শিগগরিই ভারতের করিডোর দিয়ে নেপালের সাথে বাণিজ্য হবে : নৌ-প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শিগগরিই ভারতের করিডোর দিয়ে নেপালের সাথে বাণিজ্য হবে : নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্যের ব্যাপারে তিন দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নেপালের রাষ্ট্রদূতের সাথে এক সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

খালিদ মাহমুদ বলেন, আমদানি-রপ্তানিতে বাংলাদেশের মংলা ও পায়রা বন্দর ব্যবহারে আগ্রহী নেপাল। পাশাপাশি, ভারতের ২৩ কিলোমিটার পথ ব্যবহার করে বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্য করতে চায় দেশটি।

আরও পড়ুন: জাপানি মায়ের কাছে দুই মেয়ে বাঙালি বাবার কাছে থাকবে এক মেয়ে

এর আগে, বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় মুদ্রায় ব্যবসা-বাণিজ্য করতে পারবেন বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। আমরা ভারতীয় মুদ্রায় ব্যবসা-বাণিজ্য করতে পারবো।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক