আমাকে কেউ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইবে না: কঙ্গনা

অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠে কঙ্গনার রানাওয়াতকে বেশ তৎপর দেখা যায়

আমাকে কেউ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইবে না: কঙ্গনা

অনলাইন ডেস্ক

অভিনয় এবং রাজনীতি মিলিয়ে সম্প্রতি বেশ চর্চায় থাকেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু তাকে নিয়ে জনমনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। কারণ একের পর এক সিনেমা ফ্লপ খাওয়ার পরও তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডে বেশ তৎপর রয়েছেন।

অভিনয়কে বিদায় জানিয়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করতে পারেন কঙ্গনা।

এমন একটি গুঞ্জনও দর্শকমহলে তৈরি হচ্ছিলো। তবে এখনি তা হচ্ছেনা।  

সম্প্রতি 'রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অফ হায়দ্রাবাদ' সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয় ভবিষ্যতে তিনি দেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা। এমন প্রশ্ন পেয়ে কিছুটা হাসির ভঙ্গিমায় এই অভিনেত্রী জানান, 'আমি শুধু ইমার্জেন্সি নামে একটা সিনেমা করেছি।

সেটা যদি সবাই দেখে তাহলে আমার মনে হয়না তারা আমাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইবে। '

আরও পড়ুন: ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় একসঙ্গে কার্তিক-বিদ্যা, কবে মুক্তি?

উল্লেখ্য, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর নির্মিত 'ইমার্জেন্সি' সিনেমাটিতে কঙ্গনা শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকেননি বরং সিনেমাটি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটি তৈরি করতে গিয়ে নিজের সব সম্পত্তি নাকি বন্ধক রেখেছেন কঙ্গনা। গত বছর তিনি এমন দাবি করেছিলেন।

 news24bd.tv/SC