তেঁতুলিয়ায় চার প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় এমপি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইঞা মুক্তা।

তেঁতুলিয়ায় চার প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় এমপি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইঞা মুক্তা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এই চার প্রকল্পের উদ্বোধন করেন তিনি।  

প্রকল্পগুলো হলো- ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার ৮৭৭ টাকা ব্যয়ে বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং ৮২ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা ব্যয়ে ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ।

আরও পড়ুন: বিএনপি এখন আর বিরোধী দল নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া, দেবনগর ইউনিয়নে  ১ কোটি ৯৬ হাজার ৩৬৭ টাকা ব্যয়ে ৯০০ মিটার রাস্তা এবং ভজনপুর ইউনিয়নের বামন পাড়া এলাকার একটি ২৫ মিটারের রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৪ লক্ষ ৪০১ টাকা।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।

প্রকল্পগুলোর উদ্বোধনের সময় দোয়া ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লথিব তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন মন্ডলসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab