ভাইরাল হলেই তাদের লেখক বানানো হয়: জায়েদ খান

জায়েদ খান (সংগৃহীত ছবি)

ভাইরাল হলেই তাদের লেখক বানানো হয়: জায়েদ খান

অনলাইন ডেস্ক

বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচিত এবং সমালোচিত হন জায়েদ খান। তবে সম্প্রতি তিনি বইমেলার মৌসুমী ব্যবসায়ীদের নিয়ে মুখ খুলেছেন।

জায়েদ খান বলেন, কিছু প্রকাশনী আছে, যারা ভাইরাল হওয়া ব্যক্তিদের ধরে বই প্রকাশ করায়। এখানে শুধু তারা ব্যবসা করে।

নিজেদের স্বার্থ দেখা ছাড়া আর কি ই বা আছে তাদের।

তিনি বলেছেন, শুধু খন্দকার মুশতাক আহমেদ এবং তিশা দম্পতির সমালোচনা করলেই হবেনা। আপনারা খোঁজ নিয়ে দেখেন, কারা তাদের বই বের করেছে। তারাও দোষী।

কারণ এসব প্রকাশনী কেউ ভাইরাল হলেই তার বাড়ি গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে বই প্রকাশ করে।

আরও পড়ুন: আমাকে কেউ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইবে না: কঙ্গনা

জায়েদ আরো বলেন, আমার পিছনে দুটি প্রকাশনী লেগে ছিলো। তারা আমাকে নিয়ে বই বের করতে চেয়েছিলো। কিন্তু আমি কি লেখক? আমাকে নিয়ে বই বের করে কি হবে? আমি হলাম অভিনেতা। তাই আমি তাদের না করে দিয়েছি।

উল্লেখ্য, বইমেলায় আলোচিত-সমালোচিত খন্দকার মুশতাক এবং তার স্ত্রী তিশাকে গত শুক্রবার ‘ভুয়া ভুয়া’ ‘ছিঃ ছিঃ ছিঃ ছিঃ’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। মুশতাকের লেখা ‘তিশার ভালোবাসা’ বইয়ের প্রচারের সময় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তারা এই পরিস্থিতির মধ্যে পড়েন।

news24bd.tv/SC