চট্টগ্রামকে ৭৩ রানে হারালো কুমিল্লা

সংগৃহীত ছবি

চট্টগ্রামকে ৭৩ রানে হারালো কুমিল্লা

অনলাইন ডেস্ক

কুমিল্লার দেওয়া ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার ৩ বলে ১৬৬ রানে থেমে যায় চট্টগ্রামের ইনিংস। এর আগে বিপিএলের ২৯তম ম্যাচে উইল জ্যাকসের ঝড়ো সেঞ্চুরিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৪০ রানের পাহাড়সম টার্গেট দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করে কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাশ এবং উইল জ্যাকস।

কিন্তু এরপর জোড়া উইকেট হারায় কুমিল্লা।

৩১ বলে ৬০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন লিটন।  এরপর গত ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয় প্রথম বলে আউট হলেও তার প্রভাব ব্যাটিংয়ে পড়তে দেননি উইল জ্যাকস এবং মইন আলি। মাত্র ৫৩ বলে ১০৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন অপরাজিত থাকেন তিনি।

এটি বিপিএল দশম আসরের দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে ঝড়ো ফিফটি তুলে নেন মইন আলি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রানের বিশাল সংগ্রহ পায় কুমিল্লা। রংপুরের পাশাপাশি দ্বিতীয় দল হিসাবে বিপিএলে রেকর্ড রানের মাইলফলক স্পর্শ করলো কুমিল্লা।  চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট তুলে নেন শহীদুল ইসলাম।

আরও পড়ুন: চট্টগ্রামের বিপক্ষে রানের পাহাড় কুমিল্লার  

জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে জশ ব্রাউন এবং তানজিদ হাসান। কিন্তু কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৬ রানেই থামে শুভাগত হোমের দল। কুমিল্লার হয়ে ইরিশাদ এবং মইন আলি ৪ টি করে উইকেট নিয়েছেন। ৫৩ বলে ১০৮ রান করে ম্যাচসেরা হয়েছেন কুমিল্লার ব্যাটার উইক জ্যাকস।

news24bd.tv/SC