সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা পরিষদের শূন্য পদে নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী সকলেই আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী।  

প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি ও জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান, সিরাজগঞ্জ-২ আসনের সদস্য সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী মো. শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক আলী মিঞা, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুজ্জামান আলো, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মোকবুল হোসেন মুকুল, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেফাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট শওকত আলী সেলিম ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।  

আগামী ৯ মার্চ জেলা পরিষদের শুন্য চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ৯টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৩টি ইউনিয়নের ১১৯৬ জন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করবেন।  

news24bd.tv/কেআই