দেশে ফিরল ৩ ছাগল

ভারত থেকে ফিরিয়ে আনা ছাগল মালিকের হাতে তুলে দিচ্ছে বিজিবি

দেশে ফিরল ৩ ছাগল

অনলাইন ডেস্ক

বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আসল ভারতে চলে যাওয়া তিনটি ছাগল। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তের ৬নং বিজিবি পোস্টে সীমান্তের শূণ্য রেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ ও বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেন।

পরে স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামের কাছে বিজিবির সদস্যরা ছাগলগুলো হস্তান্তর করেন।  

ছাগল তিনটির মালিক বাংলাদেশের দিনাজপুরের হিলি উপজেলার ধরন্দা এলাকার বাসিন্দা চায়না বেগম।

তিনি বলেন, গতকাল খাবার খেতে তিনটি ছাগল বাসা থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি জানাই। তারা আজকে আমার ছাগলগুলো ফিরিয়ে এনে দিয়েছে। ছাগলগুলো পেয়ে আমি অনেক খুশি।

ছাগলের ব্যাপারে কথা হলে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, এক নারীর তিনটি ছাগল ভারতে চলে গিয়েছিল। সেগুলো বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে রাখে। আজ মঙ্গলবার তাদের সাথে যোগাযোগ করে ছাগলগুলো ফিরিয়ে আনা হয় এবং স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগলগুলো পরিবারটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দায়িত্ব পেয়েই ‌‘সাফ কথা’ জানিয়ে দিলেন গাজী আশরাফ

আরও পড়ুন: ২৫৫ কেজি ওজনের বাঘের মরদেহ উদ্ধার, ময়নাতদন্ত সম্পন্ন

news24bd.tv/তৌহিদ