ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯৮ বছর বয়সী এই আধুনিক মালয়েশিয়ার রুপকারের হৃৎপিণ্ডে সংক্রমণ ধরা পড়ায় তাকে চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়েছে বলে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তার মুখপাত্র জানিয়েছেন। খবর রয়টার্সের।

দীর্ঘদিন ধরে হৃৎপিণ্ডের সমস্যায় ভুগতে থাকা মাহাথিরকে গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে এবং বাইপাস সার্জারি করাতে হয়েছে।

আরও পড়ুন: চলছে ভোটগ্রহণ, আজই জানা যাবে ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্টের নাম

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানায়, অসুস্থতার জন্য মঙ্গলবার পূর্ব থেকে নির্ধারিত মামলার শুনানিতে অংশ নিতে আদালতে যেতে পারেননি মাহাথির।

গত ২৬ জানুয়ারি মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয় এবং সেখানে তিনি হৃৎপিণ্ডে সংক্রমণের জন্য চিকিৎসা নিচ্ছেন।

২০০৩ সাল পর্যন্ত মাহাথির টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তার নেতৃত্বে বিরোধী দল নির্বাচনে জেতার পর তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন, কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে মাত্র দুই বছরের মাথায় তার সরকারের পতন ঘটে।

news24bd.tv/ab