সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে একটি জবাবদিহিতার মধ্যে আনা প্রয়োজন- সাংবাদিকদের এমন দাবির সাথে একমত পোষণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার - বিজেসি'র সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।

আরও পড়ুন: ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ

এ সময় তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকতার নামে যারা অপ-সাংবাদিকতা করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবির সাথেও একমত পোষণ করেন।

হুট করে বা কম সময়ের নোটিশে কোনো সংবাদ কর্মীকে প্রতিষ্ঠান ছাটাই করতে পারবেনা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোনো সংবাদ কর্মীকে ছাঁটাই করতে হলে তিনমাস আগে নোটিশ দিতে হবে।

এছাড়া, ক্লিন ফিড ছাড়া কেউ টেলিভিশন চালাতে পারবেনা এবং এই আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে আরাফাত বলেন, সারাদেশে ক্যাবল নেটওয়ার্ককে শিগগিরই ডিজিটালাইজ করার কাজ শুরু হবে।

news24bd.tv/ab