পরবর্তী প্রজন্ম পানি নিয়ে ঝুঁকিতে পড়বে: বিশেষজ্ঞ মতামত

ঢাকায় পানি নিয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা না থাকায় পরবর্তী প্রজন্মকে মারাত্মক ঝুঁকিতে পড়তে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পরবর্তী প্রজন্ম পানি নিয়ে ঝুঁকিতে পড়বে: বিশেষজ্ঞ মতামত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় পানি নিয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা না থাকায় পরবর্তী প্রজন্মকে মারাত্মক ঝুঁকিতে পড়তে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পানির স্তর দিনদিন নিচে নেমে যাচ্ছে। এমন অবস্থায় পানি সংরক্ষণে ওয়াসাসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রেণীভিত্তিক পানির মূল্য ও সুপেয় পানির ব্যবহার নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

আরও পড়ুন: রমজানে দুইবার দেওয়া হবে টিসিবির পণ্য: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সভায় বিশিষ্টজনেরা বলেন, শ্রেণিভিত্তিক পানির মূল্যনির্ধারণের মাধ্যমে মানুষের পকেট কাটা হচ্ছে।

এর বিপরীতে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার রায় বলেন, আমাদের পানি স্বচ্ছ ও সুপেয়। বরং বাসা-বাড়ির লাইনের সমস্যার কারণেই পানির মান নিয়ে প্রশ্ন উঠে।

news24bd.tv/ab