মজুতদারদের বিরুদ্ধে এবার খুবই সতর্ক সরকার: কৃষিমন্ত্রী 

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ - ফাইল ছবি

মজুতদারদের বিরুদ্ধে এবার খুবই সতর্ক সরকার: কৃষিমন্ত্রী 

অনলাইন ডেস্ক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, মজুতদারদের বিরুদ্ধে এবার খুবই সতর্ক সরকার। কোনোভাবেই পণ্য মজুত করে ভোক্তাদের কৃত্তিম সংকটে ফেলতে দেয়া হবে না।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে একটি মার্কিন কৃষি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকের এসব কথা বলেন মন্ত্রী।  

তিনি বলেন, রমজানে জিনিসপত্রের দাম বাড়তে দেয়া হবে না।

ছোট ব্যবসায়ীরা যাতে বিপদে না পড়ে, সেটা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

এসময় মন্ত্রী জানান, পেঁয়াজ আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে আমসহ কৃষিপণ্য এবং ফল আমদানি করতে চায় যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশে সয়াবিন রপ্তানি চায় দেশটি।

কৃষি উৎপাদনের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহায়তাও করতে চায় যুক্তরাষ্ট্র।

এছাড়া কানাডা এবং মিশরের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন কৃষি মন্ত্রী আবদুস শহীদ। এ বিষয়ে জানান, বাংলাদেশের পাটের বীজ নিতে আগ্রহী মিশর। কৃষিতে আরও ব্যবস্থাপনা শেখাতে বাংলাদেশের কৃষিবিদদের প্রশিক্ষণ দিতে চায় কানাডা।

news24bd.tv/SHS