ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে পুতিন কিছু বলেননি: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে পুতিন কিছু বলেননি: ক্রেমলিন

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছেন ভ্লাদিমির পুতিন- গণমাধ্যমে প্রকাশিত এমন খবর মিথ্যা বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। খবর আরটি'র।  

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের সাথে পুতিন যোগাযোগ করেছেন বলে জানায়।

রাশিয়া সরকারের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে প্রস্তাবটি যুক্তরাষ্ট্র সরকার প্রত্যাখান করেছে বলেও জানায় তারা।

আরও পড়ুন: দোনেৎস্কে রাশিয়ার বোমা হামলা, শিশুসহ নিহত ৩

বুধবার রিপোর্টটির বিষয়ে সাংবাদিকদের উত্থাপিত প্রশ্নের জবাবে পেশকভ সংবাদটি মিথ্যা বলে উল্লেখ করেন।

news24bd.tv/ab