দেশের ৮টি মহাসড়কের সংক্ষিপ্ত নাম

ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক

দেশের ৮টি মহাসড়কের সংক্ষিপ্ত নাম

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে বহু সড়ক ও মহাসড়ক রয়েছে। সরকারি হিসাবমতে বাংলাদেশের জাতীয় মহাসড়কের সংখ্যা ৬৭টি, আঞ্চলিক মহাসড়কের সংখ্যা ১২১টি এবং জেলা সড়কগুলোর সংখ্যা ৬৩৩টি। বাংলাদেশের প্রথম জাতীয় সড়ক হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

জাতীয় মহাসড়কগুলোকে চেনার জন্য সংক্ষিপ্ত চিন্হ বা রূপ ব্যবহার করা হয়।

যেমন- N1, N2, N8 ইত্যাদি। শব্দগুলোর সঙ্গে আমরা অনেকেই হয়তো পরিচিত। আবার অনেকেই হয়তো জানি না, আসলে এ দ্বারা কি বুঝানো হয়ে থাকে আসলে।

মূলত শব্দগুলো হচ্ছে আমাদের জাতীয় মহাসড়ক (হাইওয়ে) সমূহের সংক্ষিপ্ত রূপ।

যার মাধ্যমে সহজেই বোঝা যায়, কোনটা কোন মহাসড়ক।

চলুন আজ আমরা দেশের ৮ মহাসড়কের সংক্ষিপ্ত নাম জেনে নিই....

► N1 = ঢাকা - চট্টগ্রাম - টেকনাফ
► N2 = ঢাকা - সিলেট - তামাবিল
► N3 = ঢাকা - ময়মনসিংহ 
► N4 = ঢাকা - জামালপুর
► N5 = ঢাকা - আরিচা - রংপুর - বাংলাবান্ধা
► N6 = ঢাকা - রাজশাহী - চাপাইনবাবগঞ্জ 
► N7 = দৌলতিয়া - খুলনা - মোংলা
► N8 = ঢাকা - ভাঙ্গা - বরিশাল - পটুয়াখালী

news24bd.tv/aa

এই রকম আরও টপিক