২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ  নিশ্চিত করা হবে। আর, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হবো।  

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদযাপন পরিষদ’এর উদ্যোগে সরস্বতী পূজানুষ্ঠানের  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিষদের আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও সদস্য সচিব ইউজিসি’র সহকারী সচিব প্রবীর চন্দ্র দাস এ সময় উপস্থিত ছিলেন।

নারায়ন চন্দ্র চন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের অন্যতম সর্বজনীন ধর্মীয় উৎসব সরস্বতী পূজায় ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। সরস্বতী পূজানুষ্ঠান একটি উৎসবে পরিণত হয়ে সম্প্রীতির এমন সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করবে বলে ভূমিমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে মন্ত্রী সরস্বতী পূজা ২০২৪ উপলক্ষে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ’ এর উদ্যোগে  প্রকাশিত ‘জ্যোতির্ময়’ এর মোড়ক উন্মোচন করেন এবং সংগঠনটির ওয়েবসাইট https://pujaupa.org/ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছিলেন ইউজিসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহাম্মদ আলমগীর, সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মো. আবু তাহের, প্রফেসর ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, পরিচালক মো. ওমর ফারুখ, সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার ও  যুগ্ম আহ্বায়ক ড. অশোক কুমার রায়।

news24bd.tv/আইএএম