সিসমোগ্রাফ নেই, ভূমিকম্পের মাত্রা জানাতে পারলো না ঈশ্বরদী আবহাওয়া অফিস

নাটোর আবহাওয়া অফিস

সিসমোগ্রাফ নেই, ভূমিকম্পের মাত্রা জানাতে পারলো না ঈশ্বরদী আবহাওয়া অফিস

নাটোর প্রতিনিধি

নাটোরের আবহাওয়া অফিস ভূমিকম্পের মাত্রা এবং উৎপত্তিস্থল জানাতে পারলো না। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এ  ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্বকাল ছিল ১০ সেকেন্ড।  

তবে জেলায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কোনো ক্ষয়ক্ষতি না হলেও লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

চা দোকানি আনিসুর জানান, ৭টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করে কাঁচের কাপগুলো ঝন ঝন করে বেজে ওঠে। এতে তিনি চমকে ওঠেন। পরে তিনি বুঝতে পারেন, ভূমিকম্প হয়েছে।

পান দোকানি সাদেক আলী জানান, হঠাৎ করে তিনি দেখেন চকলেটের বোয়েমগুলো নড়েচড়ে ওঠে। এতে কিছুক্ষণের জন্য তিনি হতচকিত হন। পরে তিনিও বুঝতে পারেন ভূমিকম্প হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া জানান, ভূমিকম্পের খবর তিনি জেনেছেন, কিন্তু এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের কর্মকর্তা নাজমুল হাসান জানান, আমাদের অফিসে সিসমোগ্রাফ যন্ত্রটি নেই। এ কারণে ভূমিকম্পের মাত্রা কত তা জানাতে পারেননি তারা। উৎপত্তিস্থলও জানেন না। তিনি আরও জানান, এটি তাদের হেড অফিস জানাতে পারবেন।

আরও পড়ুন...দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প 
news24bd.tv/আইএএম