রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ২৪৫ জন শিক্ষার্থী

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ২৪৫ জন শিক্ষার্থী। (ছবি: সংগৃহীত)

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ২৪৫ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডে আজ শুরু হচ্ছে এ বছরের এসএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ২৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৫৮ জন ছাত্র এবং ৯৭ হাজার ১৮৭ জন ছাত্রী।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৫ হাজার ৬৪৮ জন, মানবিক বিভাগ থেকে ৯৮ হাজার ২১৪ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন: আজ এসএসসি পরীক্ষায় বসছে সোয়া ২০ লাখ শিক্ষার্থী

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৮ জেলা থেকে ২ হাজার ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৬৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলার ৫২টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ হাজার ১৯৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষায় প্রশ্নফাসসহ নানা রকম গুজব প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া পরীক্ষা উপলক্ষে নগরীতে যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থায় লোকবল বাড়িয়েছে পুলিশ।

news24bd.tv/DHL