সামাজিক যোগাযোগমাধ্যম ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে: মঞ্জরী

অভিনেত্রী মঞ্জরি ফড়নিস

সামাজিক যোগাযোগমাধ্যম ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে: মঞ্জরী

অনলাইন ডেস্ক

আজ থেক ১৫ বছর আগে বহুল আলোচিত সিনেমা 'জানে তু ইয়া জানে না' দিয়ে বলিউডে আলোচনায় এসেছিলেন মঞ্জরী ফড়নিস। দীর্ঘ সময় পর তিনি ডিজনি প্লাস হটস্টারের 'দ্য ফ্রিল্যান্সার' ওয়েব সিরিজের কারণে আলোচনায় আসেন। এই ওয়েব সিরিজে তিনি একজন মানসিক অবসাদগ্রস্ত নারীর চরিত্রে অভিনয় করেছেন।

কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সিরিজ দিয়ে মানুষের ভালোবাসা পাচ্ছি।

আমি এখানে 'ম্রুণাল কামুথ' নামক যে মেয়েটির চরিত্রে অভিনয় করেছি তা বেশ চ্যালেঞ্জিং ছিলো। কারণ মেয়েটি মানসিক অবসাদগ্রস্ত।

আরও পড়ুন: হাঁটতে পারছেন না হৃতিক, হঠাৎ কী হলো অভিনেতার 

তিনি আরও জানান, আজকের সামাজিক যোগাযোগমাধ্যম ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। সেখানে নেতিবাচক মানুষের মন্তব্য বাঁ ট্রলের কারণে মানুষ আরও অবসাদগ্রস্ত হয়।

অভিনেত্রীকে বড়োপর্দায় কম কাজ দেওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমি হতাশ হতে পছন্দ করিনা। যা পাই তা ই হাসিমুখে গ্রহণ করি। আমি অনেক সময় ধরে কাজগুলো পেয়েছি। এগুলো কখনোই এতো সহজ ছিলোনা। কারণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলতো। কিন্তু তাদের থেকে যতো নিজেকে দূরে রাখা যাবে ততোই নিজের কাজ ভালোভাবে করা যাবে।  

উল্লেখ্য, মঞ্জরীকে হিন্দি, তামিল থেকে শুরু করে কন্নড়, তেলেগু, মারাঠি, মালয়ালম এমনকি বাংলা সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে।

news24bd.tv/SC