৪৬তম বিসিএস প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ জানা গেল

ফাইল ছবি

৪৬তম বিসিএস প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ জানা গেল

অনলাইন ডেস্ক

৪৬তম বিসিএসের প্রিলিমিনারির পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেলেও এ নিয়ে পিএসসি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি।

আজ বৃহস্পতিবার পিএসসির এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে আগামী ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়।

কারণ, পরীক্ষা গ্রহণের সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের মতামত নেওয়ার বিষয় রয়েছে। ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের জন্য কক্ষ চেয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল।

তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।

news24bd.tv/TR