বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ হস্তান্তর

বেনাপোল এক্সপ্রেসে দেওয়া আগুনে পুড়ে মারা যাওয়া চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ।

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল এক্সপ্রেসে দেওয়া আগুনে পুড়ে মারা যাওয়া চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা মরদেহগুলো স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, ডিএনএ টেস্টের পর মরদেহ বুঝিয়ে দেওয়া হলো। এদিকে, রাজনীতির নামে মানুষ হত্যার নিন্দা জানিয়ে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন নিহতদের স্বজনরা।

গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল থেকে আসা ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বেনাপোল এক্সপ্রেসের চারটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হয়ে মারা যান চারজন।

আরও পড়ুন: পেট্রোবাংলার হর্তাকর্তাদের প্রতি জ্বালানী প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

ঘটনার পর পুড়ে যাওয়া চারটি মরদেহ ডিএনএ টেস্টের জন্য রাখা হয় ঢাকা মেডিকেলের মর্গে।

দীর্ঘ ১ মাস ১০ দিন পর চারজনের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।

নিহত নাতাশা জেসমিন, এলিনা ইয়াসমিন, আবু তালহা ও চন্দ্রিমা চৌধুরীর পরিবারের সদস্যরা মরদেহ বুঝে নেন।

ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবারের কাছে নিয়ম মেনেই সব লাশ হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv/ab