নিবন্ধনের আগে বন্ধ হবে না হ্যান্ডসেট: বিটিআরসি চেয়ারম্যান

প্রতীকী ছবি

নিবন্ধনের আগে বন্ধ হবে না হ্যান্ডসেট: বিটিআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম- এনইআইআর শুরুর পূর্বে বিদ্যমান কোন মোবাইল বন্ধ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে এক কর্মশালায় এ কথা জানান তিনি।

ভিওএলটিই সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন শীর্ষক কর্মশালাটিতে বিটিআরসি চেয়ারম্যান বলেন, মানুষকে সংকটে ফেলতে এনইআইআর চালু হচ্ছে না। এনইআইআর চালু করা হচ্ছে মূলত দেশের স্বার্থে।

অনেকেই বিষয়টি নিয়ে শংকায় আছেন। এ ব্যাপারে কোনো সমস্যা হবে না।

আরও পড়ুন: পেট্রোবাংলার হর্তাকর্তাদের প্রতি জ্বালানী প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

দেশের সার্বিক টেলিযোগাযোগ সেবা দ্রুততম সময়ে ফোরজি তরঙ্গে উত্তরন করতে কাজ করে যাচ্ছে বিটিআরসি- এমন মন্তব্য করে সংস্থাটির চেয়ারম্যান জানান, দেশে থ্রিজি প্রায় বিলুপ্ত। টুজি নেটওয়ার্কও বিটিআরসি রাখতে চাচ্ছে না, কিন্তু রাখতে হচ্ছে।

আর তাই  টুজি-কে ফোরজিতে নিয়ে এই তরঙ্গে স্থির করতে চায় বিটিআরসি।

এ কাজে হ্যান্ডসেট উৎপাদনের সাথে যারা যুক্ত তারা ব্যক্তিগত ব্যবসার কথা না ভেবে দেশের সেবার কথা ভাববেন বলে আশা প্রকাশ করেন বিটিআরসি চেয়ারম্যান।

news24bd.tv/ab