ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতার মনোনয়ন বাতিল

ঋণ খেলাপির দায়ে এসএম মঈনের (ইনসেটে) মনোনয়ন বাতিল করা হয়েছে - নিউজ টোয়েন্টিফোর

ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতার মনোনয়ন বাতিল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম মঈনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব।

তিনি জানান, মঙ্গলবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম মঈন, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা এবং জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।

যাচাই-বাছাই শেষে তিন জনের মধ্যে ব্যাংকে ঋণ খেলাপির দায়ে এসএম মঈনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, উপ-নির্বাচনে দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন। মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন।

উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শূন্য ঘোষণা করা হয়।

news24bd.tv/SHS