পুলিশের ওপর বোমা হামলা, ৮ জেএমবিকে কারাদণ্ড

আসামিদের আদালতে নিয়ে আসা হচ্ছে - নিউজ টোয়েন্টিফোর

পুলিশের ওপর বোমা হামলা, ৮ জেএমবিকে কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পুলিশের ওপর বোমা হামলার দায়ে ৮ জেএমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. আতিকুস-সামাদ আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আদালতের দেওয়া রায়ে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে শাফায়েত শেখের পরিত্যক্ত বাড়িতে জেএমবির সদস্যদের অস্থানের কথা জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় জেএমবির সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে চার জেএমবি সদস্যকে আটক করে। পরবর্তীতে পুলিশ বিভিন্ন স্থান থেকে বাকি চার জেএমবি সদস্যকে আটক করা হয়।

কচুয়া থানা পুলিশ ২০১৭ সালের ১১ মে আটক জেএমবি সদস্যর নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে দুই জেএমবি সদস্যকে ৩ বছর, দুইজনকে ২ বছর, বাকি জেএমবি সদস্যদের ১ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে।

news24bd.tv/SHS